লক্ষ্মীপুরের কমলনগরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির ছাত্রী এক ছাত্রী, তার বাবা ও বোনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে হাজিরহাট মিল্লাত একাডেমি সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। আহত স্কুলছাত্রী হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী ও চর জাঙ্গালীয়া গ্রামের কৃষক নুরুল আমিনের মেয়ে। আহত রেশমা ও তার বাবা নুরুল আমিনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোন-মারজাহান বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এ ঘটনায় আটকরা হলেন, চর জাঙ্গালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে আবদুল খালেক (২৮), আবদুর রহিম (২৬) ও একই এলাকার আহাসানের ছেলে মনির হোসেন (২২)।স্কুল ছাত্রীর মা হোসনে আরা বেগম বলেন, রেশমা বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কবরস্থান এলাকায় পৌঁছালে পাশের দোকানে থাকা স্থানীয় চার যুবক- খালেক, রহিম, মনির ও তুহিন অশ্লীল ভাষায় তাকে উত্ত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করলে ওই চার যুবক গাছের ডাল দিয়ে তার মেয়েকে পিটিয়ে আহত করে। চিৎকারে তার বাবা ও বোন ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, পূর্ব-শত্রুতার জের ধরে বিদ্যালয় আসার পথে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়। প্রতিবাদ করলে স্কুল ছাত্রীসহ তার বাবা ও বোনকে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্ররা দুই যুবককে আটক করে পুলিশ দেয়। কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে দেয় ছাত্ররা। পরে অভিযান চালিয়ে আরও এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছে।কাজল কায়েস/এএম/আরআইপি