পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় সুজন হাওলাদার (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। এছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে।আদালতের সরকার পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে সুজন হাওলাদার ২০১৪ সালের ১০ আগস্ট দুপুরে প্রতিবেশী দুলাল হাওলাদারের ঘরে প্রবেশ করে তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে (১৩) ধর্ষণ করে। মেয়েটি ওই সময় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো। এ ঘটনায় মেয়ের বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ সুজন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দুই বছর পর বিচারক আসামির উপস্থিতিতে রোববার এ রায় দিলেন।হাসান মামুন/আরএআর/পিআর