নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য মিয়া মোর্শেদ শরীফ হাসান ওরফে কল্লোল (৩৮) আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুর ১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি। কল্লোল জেলার কুমারখালী উপজেলার দুর্বাচারা দমদমা গ্রামের মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে।র্যাব-১২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন আহমেদ বলেন, হরকাতুল জিহাদ সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হুজির সদস্য কল্লোল বিভিন্ন লোকজনকে দাওয়াত দিতে থাকেন এবং তার জমিতে একটি খামার করার পরিকল্পনা করেছিলেন। সেই খামারে লোকজনকে কর্মসংস্থান করে সংগঠনের লোকবল বৃদ্ধি করা এবং খামারের লভ্যাংশের একটি অংশ জেল হাজতে অবস্থান করা জঙ্গির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার পরিকল্পনা করেছিলেন।তিনি বলেন, ২০১৬ সালে পুলিশের একটি দল ঢাকা থেকে ৬ হুজি সদস্যকে গ্রেফতার করে। সে সময় হুজি সদস্য কল্লোল পালিয়ে যায়। পরে পোশাক পরিবর্তন এবং দাঁড়ি কেটে পলাতক জীবন যাপন করতে থাকেন। সরকার সুযোগ দিলে কল্লোল আত্মসমর্পণ করেন। কুষ্টিয়া র্যাবের কাছে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কল্লোল আত্মসমর্পণ করলেন।এ সময় অনুষ্ঠানে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আল মামুন সাগর/এএম/জেআইএম