জাতীয়

ক্যালা পরিদর্শনে শিল্পমন্ত্রী

কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন (ক্যালা) পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কানাডায় সফররত শিল্পমন্ত্রী বৃহস্পতিবার অটোয়ায় অবস্থিত ক্যালার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ক্যালার প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস ব্রিমলে এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এস.এম. গোলাম ফারুক, বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্পমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে মন্ত্রী ক্যালার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় করেন। এ সময় দুদেশের মধ্যে মান অবকাঠামোর উন্নয়নে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সভায় শিল্পমন্ত্রী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অপেক্ষাকৃত নবীন প্রতিষ্ঠান হলেও বিএবি ইতোমধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গবেষণাগার অ্যাক্রেডিটেশন পরিষদের (এপলাক) স্বীকৃতি অর্জন করেছে। তিনি বিএবির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ক্যালার সহায়তা কামনা করেন। জবাবে ক্যালার প্রধান নির্বাহি কর্মকর্তা চার্লস ব্রিমলে বিএবির সক্ষমতা বৃদ্ধি ও কর্মকর্তাদের প্রশিক্ষণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। কানাডায় বাংলাদেশের রফতানি বাড়ছে উল্লেখ করে তিনি বাংলাদেশি পণ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করতে দ্রুত গুণগতমাননীতি চূড়ান্ত করার পরামর্শ দেন।এসআই/বিএ/পিআর