দেশজুড়ে

মৌলভীবাজার দুই চীনা নাগরিক আটক

মৌলভীবাজার শহরে জেলা পুলিশ শুক্রবার দুইজন চীনা নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চুবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জিনেমি ওয়াং (৪৮), পাসপোর্ট নং জি ২৮৭৬৮৫৩৭ ও ইউ ডাং লিং (৫০), পাসপোর্ট নং জি ২৬৯৬৮৬১৯। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট বিক্রি করছেন। আটককৃত দুই নাগরিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে সোপর্দ করা হয়েছে।  মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, শহরের চুবড়া এলাকায় বিভিন্ন মডেলের মোবাইল সেট বিক্রি করার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি স্যামসাং কোম্পানির মোবাইল সেট, চার্জার ও হেড ফোনসহ বাংলাদেশের নগদ ১২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।এমজেড/বিএ/পিআর