উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের প্রথম নিবাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় প্রার্থীসহ তাদের কর্মী সমর্থরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন জানিয়েছেন, ২৭ হাজার ৯৯২ ভোটের মধ্যে ৬০ শতাংশের ভোট আদায় হয়েছে।এর আগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে টানা ৪টা পর্যন্ত ১৪টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তবে দুপুরের পরে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মারধর ও এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছে বিএনপি।দলীয় প্রতীকে অনুষ্ঠিত গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগের পূর্ণ প্যানেলসহ চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ (ধানের শীষ) ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা (নৌকা) ছাড়াও ইউপিডিএফ সমর্থিত উশেপ্রু মারমা (আনারস) জয়ের জন্য লড়ছেন। মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর