দেশজুড়ে

শান্তিপূর্ণ পরিবেশে বড়াইগ্রামে ভোটগ্রহণ সম্পন্ন

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ৮১টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে লোকজন আসতে থাকে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে মোবাইল কোট ছিল। সেই সঙ্গে সমগ্র উপজেলার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটার ৮১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচণী অফিস সূত্র জানায়, বড়াইগ্রামে ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বিএনপির রাশেদুল ইসলাম রাসেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম মারা গেলে পদটি শূন্য হয়। রেজাউল করিম রেজা/এএম/পিআর