পাকিস্তান সরকারকে ইয়েমেন সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে দেশটির পার্লামেন্টে শুক্রবার একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। পার্লামেন্টের ওই ভোটের মাধ্যমে সৌদি আরবের আহ্বান প্রত্যাখ্যান করা হয়েছে। শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে পাকিস্তানকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল দেশটি।চলমান এই সংঘাত গোটা অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারকে এই যুদ্ধ বন্ধের জন্য আলাপ আলোচনার মাধ্যমে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন।একে/পিআর