সিসি ক্যামেরার আওতায় এসেছে কুষ্টিয়া শহর। পৌর এলাকার গুরুত্বপূর্ণ ৫৩ স্পটে ৬৪ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে।রোববার রাতে কুষ্টিয়া পুলিশ লাইন প্রাঙ্গনে সিসি ক্যামেরার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলার উন্নতি, চুরি-ছিনতাই বন্ধ এবং জানমালের নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া শহরজুড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ স্থান মজমপুর গেট, এনএস রোডের পাঁচ রাস্তার মোড়, বক চত্বর, একতারা মোড়, হাসপাতাল মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ ৫৩টি স্পটে ৬৪ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৯টি সিসি ক্যামেরা উদ্বোধনের দিন চালু করা হয়েছে। এসব সিসি ক্যামেরা স্থাপনে ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা।খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান বলেন, কুষ্টিয়ায় ৪ মেগা পিক্সেল সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা হাই রেজুলেশনের ছবি পাওয়া যাবে।তিনি আরও জানান, কুষ্টিয়াতে যে ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে- এ ধরনের ক্যামেরা বাংলাদেশের কোনো জেলা শহরে ব্যবহার করা হয়নি। নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলার উন্নতি ও জননিরাপত্তার স্বার্থে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।আল-মামুন সাগর/এআরএ/পিআর