দেশে প্রথমবারের মতো এক সঙ্গে ৪৩০ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার সরকারি কলেজ মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করে নেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে খুশি তারা।পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে সীমান্তবতী এলাকার মাদক ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন স্থানীয় সরকারি কলেজ মাঠে। এক পর্যায়ে কানায় কানায় ভরে যায় মাদক ব্যবসায়ী ও তাদের আত্মীয়-স্বজনের ভিড়ে। পরে তারা আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে ফিরে আসায় ফুল দিয়ে তাদের অভিনন্দন জানান ডিআইজি।এখনও যারা স্বাভাবিক জীবনে ফিরে আসেনি তাদের ফিরে আসার আহ্বান জানান খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান। আর যারা ফিরে এসেছেন তাদের আইনি সহায়তা দেয়া হবে।চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যন সামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের আহ্বায়ক এস এম ইস্রাফিল হোসন প্রমুখ।সালাউদ্দিন কাজল/এআরএ/পিআর