দেশজুড়ে

জয়া সেনকে বিজয়ী করতে মাঠে নেমেছে যুবলীগ

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তের নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণের লক্ষে বর্ধিত সভা করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। সোমবার বিকেল ৫টায় স্থানীয় শিল্পকলা একাডেমি ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ ফজলুল হক আতিক, সিলেট জেলা যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা শামসুদ্দিন শামস শামীম, সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মনজুর আহমদ প্রমুখ।প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ আসন শূন্য হয়। আগামী ৩০ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী শিডিউল অনুযায়ী আগামী ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে জয়া সেনগুপ্তসহ চার প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও দলের নিবন্ধন না থাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ এবং এক লাখ ২২ হাজার ৬৪০ নারী ভোটার রয়েছেন।রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম