শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া মহল্লায় পুকুরের পানিতে ডুবে ইফতেখারুল রুহী নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই মহল্লার সৌদী প্রবাসী ফজলুল হক মানিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল রুহি। কিছুক্ষণ পর রুহীকে না পেয়ে তার মা রানু বেগম তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পাশের পুকুরে রুহীর মরদেহ খুঁজে পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, খেলাচ্ছলে পুকুরে পড়ে পানিতে ডুবে শিশু রুহীর মৃত্যু হয়েছে।হাকিম বাবুল/এএম/পিআর