দেশজুড়ে

চাঁদপুরে বিপুল পরিমাণ জালটাকাসহ আটক ২

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় আবাসিক হোটেল এশিয়া থেকে প্রায় দেড় লাখ টাকার জাল নোটসহ ২ ব্যক্তিকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার খসরু (৩২) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উজেলার রাজু (৩৫) নামের জাল টাকা সিন্ডিকেট চক্রের দুই হোতা অনেকদিন ধরেই জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। চাঁদপুর মডেল থানা পুলিশ জাগো নিউজকে জানায়, শুক্রবার চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার হোটেল এশিয়ার ৪র্থ তলার ১৬নং কক্ষে অবস্থানরত রাজু ও খসরুর কাছে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে এমন সংবাদ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেল এশিয়াতে তল্লাশি চালিয়ে রাজু ও খসরুকে ৩টি ১হাজার টাকার জাল নোটসহ আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হোটেলে পুনরায় অভিযান চালিয়ে হোটেল কক্ষের সোফার ফোমের ভেতর থেকে ১ হাজার টাকার ১শ’ ৪৩টি জাল নোট অর্থাৎ ১ লক্ষ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকাগুলোর সিরিয়াল হচ্ছে, ক $ ৫৬৩৫৭৪৭ (৩০টি নোট), ক $ ৫৬৩৫৭৪৩ (৩৬টি নোট), ক $ ৫৬৩৫৭৪২ (৩৫টি নোট),  ক $ ৫৬৩৫৭৪৬ (৪০টি নোট)। এছাড়া ‘চ’ সিরিয়ালের ৫৬৩৫৭৪৩ নম্বরের ২টি জাল নোটও ছিল। পুলিশ আরো জানায়, তল্লাশিকালে সিন্ডিকেট চক্রের অজ্ঞাতনামা আরেকজন হোতা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে। পুলিশের ধারণা চাঁদপুরে জালটাকা সিন্ডিকেটের একটি বড় ধরণের চক্র রয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদে বাকীদের তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।এমজেড/এমএস