ভিডিও ফুটেজ দেখে শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় বিপুল শেখ (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুরের পৌর এলাকার রূপপাড়া পাঠানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপুল পৌর এলাকার ভেরাদহ গ্রামের ফজর আলী শেখের ছেলে।শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল হোসেন রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারে বিপুলের নাম না থাকলেও শিমুল গুলিবিদ্ধ হওয়ার আগে মোবাইল ফোনে ধারণ করা ভাইরাল ভিডিও দেখে তাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়। এ নিয়ে শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরু ও তার সহোদর পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টুসহ এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১১ জন এজাহারভুক্ত এবং বাকি তিনজনকে ভাইরাল ভিডিও দেখে তাদের অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল হোসেন।প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এরপর শুক্রবার বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেয়র মীরুসহ ১৮ জন নাম উল্লেখ এবং ২৫ জন অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করা হয়।ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম