দীর্ঘ ১২ বছর পর শনিবার পাবনা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। পাবনার পৌর মুক্তমঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্ল।পাবনা জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ শহিদুর রহমান শহিদ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, কৃষিবিদ সমীর চন্দ্র, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ। সম্মেলনের শুরুতে শহরে বিভিন্ন রংঙের ব্যানার ফ্যাস্টুন ঢাক ঢোল বাজিয়ে একটি র্যালি বের করা হয়। সম্মেলন শেষে কাউন্সিলে শহিদুর রহমান শহিদ সভাপতি এবং সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তৌফিকুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এমএএস/আরআইপি