আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু কিছু দল বলছে, এ সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। কিন্তু তারা কী জানে, নির্বাচন এ সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু নির্বাচন তত্ত্বাবধান করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় বাংলাদেশেও আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধায়নে হবে। বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালে পুলিশ, প্রশাসনসহ যে সব মন্ত্রণালয় দরকার তা নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সহায়ক সরকারের তত্ত্বাবধায়নে নির্বাচনের কোনো সুযোগ সংবিধানে নেই।রাস্তায় নেতাকর্মীদের ছবি সম্বলিত বিলবোর্ড সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমি যখন ক্ষমতায় থাকবো না তখন এ বিলবোর্ডগুলো দেখবো না। বিলবোর্ডে নাম লিখে লাভ নেই ভেঙে যাবে, নাম লিখতে হবে হৃদয়ে। সেই নাম সারাজীবন রয়ে যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি সারাজীবন ক্ষমতায় থাকবো না। সুতরাং ক্ষমতা দেখবেন না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। অপকর্ম করবেন না। কারণ আমি অপকর্ম পছন্দ করি না। আমি এমন কিছু কাজকর্ম করতে চাই, যাতে করে মানুষ আমাকে সারাজীবন মনে রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, টাকা-পয়সা মানুষকে বড় করতে পারে না। মানুষ বড় হয় তার সততা, পড়াশোনা ও কর্মে। আমি পরীক্ষার্থী চাই না, আমি চাই শিক্ষার্থী। জীবনের জন্য শিক্ষা চাই, জীবিকার জন্য শিক্ষা চাই না। সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর জিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরজাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।মিজানুর রহমান/এআরএ/জেআইএম