কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে রতন ও শাহ আলম নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন তাদের বাবাসহ পরিবারের আরও তিনজন। রোববার ভোরে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ আলফাকান্দা হাওরে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এলাকাবাসী জানান, বোরো আবাদ উপলক্ষে আলফাকান্দা হাওরে একটি অস্থায়ী কুঁড়েঘরে ঘুমিয়েছিলেন কৃষক সিরাজ মিয়া, দুই ছেলে, ভাতিজাসহ মোট পাঁচজন। ভোররাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ওই ঘরটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই রতন ও শাহ আলম। বজ্রপাতে দগ্ধ হন সিরাজ মিয়া, তার ভাতিজা মানিক মিয়া ও কৃষি শ্রমিক বাদল।এমজেড/বিএ/এমএস