দেশজুড়ে

বাস-ট্রাকের সংঘর্ষে গৃহবধূ নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কোণাবাড়ি থেকে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মাকসুদা খাতুন নিহত হন। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এস এম এরশাদ/এএম/জেআইএম