দেশজুড়ে

নারীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতার ৩

চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে নারীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের সেন্টার পাড়া থেকে তাদের গ্রেফতরা করা হয়।গ্রেফতাররা হলেন, বড়শলুয়া গ্রামের সমসের আলীর স্ত্রী সাইফুন নাহার (৪০), মৃত ওহাব খানের ছেলে ওহেদ খান (৪২) ও আরিফ খান (৩৫)।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আমির আব্বাস জানান, গত ৩ মার্চ বিকেলে বড় শলুয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে দুই সতীনের মধ্যে বিবাদ হয়। তারই সূত্র ধরে গ্রেফতার তিনজন ওই নারীর মুখে এসিড ঢেলে দেয়। এতে তাকে গুরতর আহত অবস্তায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় এসিড নিক্ষেপের শিকার ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় তিনজনের নাম উল্লেখ এসিড অপরাধ দমন আইনে মামলা করেন। পরে পুলিশ চুয়াডাঙ্গার সদর উপজেলার বড়শলুয়া গ্রামের সেন্টারপাড়া থেকে তিনজনকে গ্রেফতার করে। তাদরে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম