আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মেয়র প্রার্থী সাঈদ খোকন। ইশতেহারে পাঁচটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। রোববার সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তন থেকে এ ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।ইশতেহারে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষনমুক্ত আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়ের কথাও উল্লেখ করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।বিএ/পিআর