স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাতীয় আয় ৫৩৬ ডলার থেকে এক হাজার ৪৫৬ ডলারে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এখন পৃথিবীর ১৬৬টি দেশে বাংলাদেশিরা কাজ করছে। কাজের মাধ্যমেই তারা পৃথিবীর কাছে প্রমাণ করেছে বাঙালিরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা চান অন্যদের ভিক্ষা দিতে আর খালেদা জিয়া চান ভিক্ষা নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কারো তুলনা চলে না। এ দেশের উন্নয়ন এখন পৃথিবীতে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বিদেশি সংস্থা উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশের উন্নয়ন নীতিকে লক্ষ করতে বলছে। দক্ষিণ এশিয়ার উন্নত ও বৃহৎ রাষ্ট্র ভারতে যেখানে দারিদ্যের হার ৪২% সেখানে বাংলাদেশে এই হার ২২%। এটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য। এ সাফল্য অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান এলজিআরডি। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, কাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক প্রমুখ।আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম