দেশজুড়ে

কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ বৈঠক

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে মাঠে প্রচারণা চালানোর জন্য কর্মপন্থা ঠিক করতে কুমিল্লায় বিশেষ বৈঠক করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার পদুয়ার বাজার এলাকায় অবস্থিত হোটেল নুরজাহানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে বিজয়ী করতে কর্মপন্থা নির্ধারণ করার লক্ষ্যে কুমিল্লায় এসে বৈঠক করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। এসময় কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা, মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪টি ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে এ বিশেষ বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অহিদুর রহমান জয়, মনির হোসাইন, হাবিবুর রহমান সুমন, আল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, দক্ষিণ জেলার সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানু, যুগ্ম আহ্বায়ক হিমেল, কুবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজা- ই এলাহী প্রমুখ। কামাল উদ্দিন/এফএ/পিআর