দেশজুড়ে

মানিকগঞ্জে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের দুটি পৃথক এলাকায় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে শিবালয় উপজেলার আরিচা ঘাটের বালুর চর থেকে সাব্বির হোসেন নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় একই সময়ে ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাঁশঝাড় থেকে দুরন্ত নামে ৭ বছরের আরো এক শিশুর মরদেহ উদ্ধার হয়।তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেড এম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।বি এম খোরশেদ/এফএ/পিআর