দেশজুড়ে

দুর্নীতির বিরুদ্ধে শপথ লাখো শিক্ষার্থীর

দুর্নীতি দমন কমিশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সমাবেশ, শপথগ্রহণ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। এ বিষয়ে বিভিন্ন জেলার কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন জাগো নিউজের প্রতিনিধিরা।  ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও সমাবেশ পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে টাউনহল মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ১৫টি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করে।‘সেবার জন্য প্রশাসন, দুর্নীতিকে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণে শপথ নিয়েছে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান।এদিকে নরসিংদীর পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুব কবীরের সভাপতিত্বে উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ২৭ কিলোমিটার জুড়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।নাটোরে ‘দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এই স্লোগান নিয়ে সততা সংঘের শপথ বাক্য পাঠ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে দেশের সকল শিক্ষার্থীকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানানো হয়।পঞ্চগড়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিষয়ে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।ঝিনাইদহে দুর্নীতিবিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।এছাড়া সিরাজগঞ্জে ‘দেশের উন্ননের জন্য আসুন দুর্নীতিকে না বলি’ স্লোগান নিয়ে  দুর্নীতিবিরোধী মানবন্ধন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জের সহযোগিতায় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাবেশ ও শপথগ্রহণ অনুষ্ঠানের অয়োজন করা হয়। এফএ/জেআইএম