দেশজুড়ে

গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৩

গাইবান্ধায় নাশকতারসহ বিভিন্ন মামলায় জামায়াতের  কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে জানান, সুন্দরগঞ্জ থানায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলা সদরসহ ছয় থানায় বিভিন্ন এলাকা থেকে অপরাধ ও গ্রেফতারি পরোয়ানামূলক মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি। এমজেড/একে/আরআইপি