অবিরাম ছুটে চলা মানুষের জীবন যাপনের ব্যস্ততার ফাঁকে অবরসর মেলা ভার। তবু একটু বিরাম চাই, চাই একমুখ হাসি। সেই আনন্দের ক্ষণ উপহার দিতেই তৃতীয়বারের মত এনটিভি আয়োজন করতে যাচ্ছে মারসেল প্রেজেন্টস কমেডি শো ‘হা-শো’ সিজন ৩, পাওয়ারড বাই ডাবর মেসওয়াক।গেল ১১ এপ্রিল দুপুরে এনটিভি কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় যাত্রা করলো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে মার্সেল’র নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) হুমায়ুন কবীর, ডাবর এর ব্র্যান্ড ম্যানেজার এস এম আব্দুর রহিম অর্ক এবং এনটিভি’র সেলস এন্ড মার্কেটিং বিভাগের প্রধান রঞ্জন কুমার দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন।অনুষ্ঠানে মার্সেল, ডাবর এবং এনটিভি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন হাসান ইউসুফ খান। এই শোতে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের এসএমএস এবং ফেসবুকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া রোববার থেকে এনটিভিতে প্রচার করা হবে।১ মে, ২০১৫ এর মধ্যে ঢাকা সহ ৫টি বিভাগীয় শহরে মারসেল প্রেজেন্টস হা-শো’ ৩ পাওর্য়াড বাই ডাবর মেসওয়াক এর অডিশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের জোকস পারফরমেন্স ভিত্তিক প্রথম রিয়্যালিটি শো। ২০১০ সালে অনুষ্ঠানটি শুরু হলে সারাদেশে থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখান থেকে মোট ৪০ জনকে নির্বাচন করা হয় এই অনুষ্ঠানের জন্য। মোট ২৬ পর্বের অনুষ্ঠানটি সেই সময়ের একটি জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। উলেখ্য, মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি এই ‘হা-শো’র মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আসেন।২০১২ সালে দ্বিতীয়বারের মত আয়োজন করা হয় জোকস রিয়েলিটি শো মারসেল প্রেজেন্টস ‘হা শো’। ৪টি প্রধান বিভাগীয় শহরে অডিশনের মাধ্যমে কয়েক হাজার প্রতিযোগির মধ্য থেকে বাছাই করে ৩৬ জনকে নিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।এলএ/আরআই