বিনোদন

কাপুর বাড়ির লক্ষী ক্যাটরিনা

প্রেম তো করছেন অনেকদিন হলো। বিয়ে করছেন বলেও গুজব-গুঞ্জনে মুখর বলিউড। স্বামীর মন রাখতে মিষ্টি-মধুর আইটেম রান্নাও শিখছেন ক্যাটরিনা এমন দাবিও করেছেন অনেকে।কিন্তু প্রেমিক রণবীর কাপুরের পরিবার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে মেনে নিবে কি না সেই প্রশ্ন ছিলো সবার। এবার শেষ হলো সেই জল্পনাও।জানা গেছে, সম্প্রতি কাপুর পরিবারের সঙ্গে ডিনারে অংশ নিয়েছেন ক্যাটরিনা। সেখানে পরিবারের হবু সদস্যকে ঘিরে সবাই মেতে উঠেছিলেন মজা-মশকরায়। তাই বলিপাড়ায় ক্যাটরিনাকে এখন কাপুর বাড়ির নয়া লক্ষী বলেই ডাকা হচ্ছে।খবরে প্রকাশ, কয়েক মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্ল্যাট নিয়েছেন রণবীর-ক্যাটরিনা। দুজনে এখন সেখানেই থাকেন। ওই অঞ্চলেরই একটি রেস্তোরাঁয় গোটা কাপুর পরিবারের সঙ্গে নৈশভোজে মিলিত হন ক্যাট। নীতু কাপুর থেকে ঋধিমা, রণধীর কাপুর থেকে কৃষ্ণরাজ- হাজির ছিলেন সবাই।একটা সময়ে এমন খবর শোনা গিয়েছিল যে, নীতুর সঙ্গে ক্যাটরিনার বনিবনা ঠিক হয়নি। এমনও শোনা গিয়েছিল যে, ক্যাটরিনাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি নীতু। কিন্তু, সময়ের সঙ্গে সেই মনোভাবের পরিবর্তন যে হয়েছে, তা রেস্তোরাঁর নৈশভোজ থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যায়।বোঝাই যাচ্ছে এই দুই তারকার ছাদনাতলায় বসতে খুব বেশি আর সময় দেরি নেই।এলএ/আরআই