মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হাফিজ জানান, অটোরিকশা ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক আকমদ আলী (৩৫) মারা যায়। নিহত চালক কিশোরগঞ্জ সদরের চরপাড়া গ্রামের শাহবুদ্দিন বেপারীর ছেলে।অটোরিকশা ও টেম্পু ঘটনাস্থলে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমএস