শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ (৫৯) মারা গেছেন।হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শেরপুরের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক ছিলেন তিনি। তার মৃত্যু সংবাদ শেরপৃরে পৌঁছলে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমমগীর গভীর শোক প্রকাশ করেছেন।হাকিম বাবুল/এএম/জেআইএম