দেশজুড়ে

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যদিও ১১ মার্চ শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। অবশেষে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় সম্মেলনের নির্ধারিত দিনেই (শনিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পাশাপাশি আগামী ১৫ মার্চের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ছাত্র নেতাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরাবরে জীবন বৃত্তান্ত (সিভি) পাঠানোর আহ্বান জানানো হয়েছে।শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের পদবি উল্লেখ করে জেলা ছাত্রলীগের কমিটি দেয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালের ১৪ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ১৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে ১৭১ সদস্যের কমিটিতে কারা আছেন তা কখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। ফলে এই কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। রাজু আহমেদ রমজান/জেএইচ