দেশজুড়ে

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

পারিবারিক কলহের জের ধরে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবকাঠী গ্রামে  রুমা আক্তার মীম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমার মামা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, রাতে রুমার স্বামী রাজু কারিগর, শ্বশুর সিদ্দিক কারিগর ও শাশুড়ি এলিজা বেগম রুমাকে শ্বাসরোধ করে হত্যার পর তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি রুমার মরদেহ ঘরের মেঝেতে রাখা। এ ঘটনায় দুপুরে রুমার মামা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রুমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেছেন।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। হাসান মামুন/আরএআর/পিআর