পহেলা বৈশাখ। অভয়াশ্রমের কারণে জাটকা রক্ষায় নদীতে মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুরের হিমাগারগুলোতে নেই পর্যাপ্ত ইলিশ। প্রশাসনকে ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জেলেদের দাদন দিয়ে নদীতে মাছ শিকারে নামাচ্ছে। আর তারা সেই ইলিশ ধরে এনে চড়া মূল্যে বিক্রি করছে বাজারে। এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলোর প্রচুর দাম হওয়ায় ব্যবসায়ীরা ইলিশ হিমাগারে রাখেনি। যার কারণে এবার পহেলা বৈশাখ পান্তা ইলিশের ঐতিহ্য হারাব।তবে অনেকে জাটকা দিয়ে পান্তা ইলিশের স্বাদ নিবে। এদিকে বিগত বছর বার্মা ও মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে ইলিশ আমদানি করা হলেও এ বছর চাহিদা থাকা সত্ত্বেও একদম আনা হয়নি। পহেলা বৈশাখকে সামনে রেখে হিমাগারের মালিক মৎস্য ব্যবসায়ীরা ৬০-৭০ টন ইলিশ মজুত করলেও বিক্রি হবে কিনা সেই আশঙ্কায় রয়েছে বলে জাগো নিউজকে জানালেন, চাঁদপুর খন্দকার ফিস প্রসেজিং এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক খন্দকার।ইলিশের এত দাম, এত সঙ্কট, তারপরও বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপনে পান্তা-ইলিশ থাকবে না এমনটি কোনো বাঙালি প্রত্যাশা করছে না বলেই জাটকা দিয়ে তা পূরণ করবে বলে চাঁদপুরবাসী জানিয়েছেন।এমএএস/আরআইপি