জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা আগামী ১৫ এপ্রিল প্রকাশ করা হবে। উভয় ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে পাওয়া যাবে।মোবাইল ফোনে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক (পাস) এর ক্ষেত্রে (NUATDGRoll No) এবং সম্মান প্রফেশনাল কোর্সের জন্য (NUATPHRoll No) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে।এছাড়া রাত ৯টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।আরএস/আরআইপি