লাইফস্টাইল

ফুডপান্ডায় অর্ডার করলেই কোকাকোলা

বাংলা নববর্ষ উপলক্ষে ভোজনরসিকদের জন্য বিশেষ অফার দিচ্ছে জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। নববর্ষের প্রথম ও দ্বিতীয় দিন ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করলেই পাচ্ছেন কোমল পানীয় কোকাকোলা একদম ফ্রি।ফুডপান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং ও জনসংযোগ সাকেরিনা খালেদ জানান, নতুন বছরে ভোজনরসিকদের বিশেষ কিছু দেওয়া জন্যই ফুডপান্ডার এই উদ্যোগ। এই উদ্যোগে সহযোগিতা করছে কোকাকোলা। ফুডপান্ডায় সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে অর্ডার করলেও কোকাকোলা ফ্রি দেওয়া হবে।উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।এএ