দেশজুড়ে

খাগড়াছড়িতে পিস্তলসহ আটক ১

খাগড়াছড়ির মাইচছড়িতে চাঁদা আদায়কালে সাত রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ যতীন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বিদেশি পিস্তলসহ আটক যতীন ত্রিপুরা থলিবাড়ী গ্রামের কালি বন্ধু ত্রিপুরার ছেলে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাইচছড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, ইউপিডিএফের চাঁদা কালেক্টর যতীন ত্রিপুরা দীর্ঘদিন ধরে মাইচছড়ি বাজারে চাঁদা আদায় করে আসছিল। ফলে তাকে নিরাপত্তাবাহিনীর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি