টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একাধিক চেয়ারম্যান প্রার্থী ধানের শীষ প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছেন। দুই ইউপিতে একক প্রার্থী থাকলেও চারটিতে রয়েছে একাধিক প্রার্থী। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জনপ্রিয় একক প্রার্থী বাছাইয়ে নেতাকর্মীরা কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।৮ মার্চ নির্বাচন কমিশন এ উপজেলার ১টি পৌরসভা ও ১৪ ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মার্চ উপজেলার বহুরিয়া, লতিফপুর, আজগান, তরফপুর, ফতেপুর ও ভাওড়া ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রত্যাহার, ২৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর পৌরসভা ও ২০১৬ সালে ২৮ মে পঞ্চম ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, ভাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান সাঈদ এবং বহুরিয়া ইউনিয়নে আব্দুস ছামাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।বাকি চার ইউনিয়নের মধ্যে ফতেপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমির হোসেন লেবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুর রহমান পাষাণ মৃধা ও ইউনিয়ন বিএনপি নেতা হাজী আব্দুর রউফ, তরফপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ রেজা ও উপজেলা যুবদল সদস্য সাঈদ আনোয়ার, লতিফপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন এবং আজগানা ইউনিয়নে বিএনপি নেতা আবুল হোসেন কনক ভেন্ডার ও যুবদল নেতা জাকির হোসেন দলের মনোনয়ন পেতে নানা কৌশলে দলের স্থানীয় ও উপজেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দুই ইউনিয়নে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী রয়েছে। বাকি চার ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করতে আগামী বুধ ও বৃহস্পতিবার প্রার্থী, তৃণমূল নেতাকর্মী ও উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।এস এম এরশাদ/এফএ/পিআর