নোয়াখালীর সোনাইমুড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব সিকদার পাড়া গ্রামের জাফর আলমের ছেলে মো. হাসান (১৯), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার সাতঘরিয়া পাড়া গ্রামের আবদুস ছবুরের ছেলে হুমায়ন রশিদ সাব্বির (২০) ও সোনাইমুড়ী উপজেলার আমিক গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে মো. নুর হোসেন (২৪)। সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জাগো নিউজকে জানান, উপজেলার আমকি বাজার রোডের রিপনের চায়ের দোকানের সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরও জানান আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মিজানুর রহমান/আরএআর/জেআইএম