দেশজুড়ে

ঘাটাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় ইদ্রিস আলী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।এ প্রসঙ্গে সাগরদিঘী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবীর উদ্দিন জানান, মঙ্গলবার সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখীপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।আরিফ উর রহমান টগর/এফএ/পিআর