দেশজুড়ে

তাহিরপুরে খাদ্য নিয়ন্ত্রকসহ চারজনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি একশ বস্তা চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী অজয় চন্দ্র দাস বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি একশ বস্তা চাল কালোবাজারে বিক্রির দায়ে এ মামলা দায়ের করা হয়।মামলার আসামিরা হলেন, উপজেলার রতনশ্রী গ্রামের মিল মালিক আলী হায়দার, রতনশ্রী গ্রামের ডিলার শফি আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ওসি, এলএসডি) গোলাম আউলিয়া ও তার সহোদর খাদ্য গোদামের নিরাপত্তা প্রহরী কারী মিয়া। ইউএনও কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা সদরের সুলেমানপুর এলাকার বৌলাই নদী থেকে সরকারি একশ বস্তা চাল বৈধ কাগজপত্র ছাড়া পাচারের সময় মিল মালিক আলী হায়দার ও ডিলার শফি আলমকে আটক করে ইউএনও কার্যালয়ে হাজির করা হয়। চালের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের আদেশে তাহিরপুর থানার ওসিকে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেয়া হয়েছে। রাজু আহমেদ রমজান/এফএ/পিআর