দীর্ঘ দশ ঘণ্টা পর রাজবাড়ী-খুলনা রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পুরাদহ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনের আগের হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় বুধবার সকাল ৬টার ৫১৩ রাজবাড়ী টু গোয়ালন্দ ঘাট এবং সকাল ৮টা ১০ মিনিটের ৫০৬ গোয়ালন্দ টু পোড়াদাহ ট্রেন শিডিউলটি বাতিল হয়।বুধবার সকালে ঈশ্বরদী থেকে রিলিপ ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্নের ঘোষণা করেন ঈশ্বরদী রিলিপ ট্রেনের সিনিয়র ইঞ্জিনিয়ার মো.আবু ওসমান।লাইনচ্যুত ইঞ্জিনের চালক মো. আব্দুল মহিত জানান, রাতে সহকারী চালক শফিকুর ইসলামকে সঙ্গে নিয়ে গার্ড নুরুল ইসলামের পরিচালনায় পুরাদহ থেকে রাজবাড়ীতে ট্রেন চালিয়ে আসেন তিনি। ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের হোম সিগনালের কাছে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়।স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, হোম সিগনালে ফেসিং পয়েন্ট বাস্ট হওয়ায় ইঞ্জিন লাইনচ্যুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সকাল ৬টা এবং সকাল ৮টা ১০ মিনিটের ট্রেন শিডিউল বাতিল করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এসএস/এআরএস/পিআর