মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসাবাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। বুধবার সকাল সোয়া ৮ টায় বরমচাল বাজারের হানিফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে তিনজন ব্যবসায়ী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত কুলাউড়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ব্যবসা প্রতিষ্ঠান পোড়ার খবর পেয়ে ব্যবসায়ীরা দোকানের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ৮ টার দিকে হানিফ মার্কেটের কোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। চোখের পলকে ১৩ টি দোকান ও ১টি বাসাবাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাশের অন্যান্য মার্কেট রক্ষা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুলাউড়া ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসএস/এআরএস/এমএস