দেশজুড়ে

বড়াইগ্রামে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে পিকআপভ্যানের ধাক্কায় সিয়াম (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবা ও মা আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম উপজেলার বনপাড়া মালিপাড়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।বনপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক জিএম সামসুন নুর জানান, সকালে  দুলাল চিকিৎসার জন্য স্ত্রী শেফালী বেগম ও ছেলে সিয়ামকে নিয়ে ভ্যানে করে করে বনপাড়া মিশন হাসপাতালে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দুর্ঘটনায় আহত হন দুলাল ও তার স্ত্রী। আহত দু’জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেজাউল করিম রেজা/আরএআর/পিআর