ক্যাম্পাস

শ্লীলতাহানির সময় দাবা খেলেছেন প্রক্টর!

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ষবরণ করতে আসা বেশ কিছু তরুণী বিবস্ত্রকরণের শিকার হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টা থেকে ৭টা পযর্ন্তু টিএসসি সংলগ্ন উদ্যানের গেইটের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিবস্ত্রকরণ ঠেকাতে গিয়ে যুবকদের হামলায় হাত ভেঙে যায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন ছাত্র নেতার। অথচ সে সময় কী করেছেন প্রশাসনের দায়িত্বরত লোকবল? তরুণীদের উত্যক্তকারীদের কাছ থেকে রক্ষা করতে গিয়ে আহত হওয়া ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দী জানান, ‘শ্লীলতাহানির সময় পুলিশের আচারণ ছিল দায়িত্বহীন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রক্টর এ এম আমজাদকে আমরা বারবার ফোন করে জানালেও তিনি আসেননি। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা গিয়ে দেখে তিনি তখন দাবা খেলছেন।’ লিটন নন্দী জানান, ‘আমাদের প্রক্টরিয়াল টিম তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয়। নতুবা এমন একটি দিনে তিনি কিভাবে ক্লাবে বসে দাবা খেলেন? তারা তাদের দায়িত্ব পালন নয় এখন চাঁদাবাজিতে ব্যাস্ত। গত কিছুদিন আগেও তারা ফুলার রোডে ১০হাজার টাকা চাঁদা বাজি করেছেন। যার প্রমাণও রয়েছে।’ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, ‘টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের সমানে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই প্রায় ২৫-৩০ জন যুবক মিলে তিন নারীকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছে। এসময় তারা কারও কারও শাড়ি ধরেও টান দিতেছিল। আর কেউ কেউ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দেওয়ার চেষ্টাও করে। তাকে উদ্ধার করতে গেলে ওই যুবকরা আমার ওপর চড়াও হন। তাদের ধাক্কাধাক্কিতে আমিও পড়ে যাই।’এসময় ওই নারীদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয় উত্যক্তকারীরা। পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় লিটন নন্দীর। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি।তবে ওই নারীকে উদ্ধার করে নিজের পাঞ্জাবি জড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন লিটন নন্দী। তিনি বলেন, এখানে শুধু বহিরাগতরাই ছিল না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। তবে ভিড়ের মধ্যে তাদের আমিশিনাক্ত করতে পারেনি। পাশে থাকা দোকাদারা জনিয়েছেন, ওই যুবকরা ৫টা থেকে ৭টা পর্যন্ত অন্তত ১০ জন নারীকে বিবস্ত্র করেছে। তখন পুলিশ কয়েক দফা লাঠিপেটা করলেও ভিড়ের মধ্যে ওই যুবকদের স্থান ত্যাগ করাতে পারেনি।এদিকে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্রজোট এই যৌন নিপীড়নের তীব্র নিন্দা এবং জড়িতদের প্রেফতারের দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশে করেছে। এসময় তারা উত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেয়।এমএইচ/বিএ/আরআইপি