লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দিনমজুর জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তার মেয়ে আঁখি আক্তার (৪) পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে। এ ঘটনায় প্রতিপক্ষ সফিক উল্যাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে সূত্রে জানা গেছে, জমি নিয়ে সাইচা গ্রামের জহিরুল ইসলামের সঙ্গে সফিক উল্যাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়। ঘটনার সময় সফিক উল্যা সহযোগীদের নিয়ে জহিরুলের বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ঘরের টিনের বেড়া কুপিয়ে বির্ধ্বস্ত ও আসবাবাপত্র ভাঙচুর করা হয়। ঘটনার সময় তার মেয়ে আঁখিকে মারধর করা হয়। যাওয়ার সময় তারা এক ভরি স্বর্ণ, জমি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা ও জমির দলিল নিয়ে যায় বলে অভিযোগ জহিরুলের। আহত আঁখি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে প্রতিপক্ষ সফিক উল্যা বলেন, জহিরুলদের সঙ্গে জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা ঘর ভাঙচুরের ঘটনায় জড়িত না। কারা এ ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। জানতে চাইলে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে থানায় হাজির হওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। কাজল কায়েস/এএম/জেআইএম