সিরাজগঞ্জে চিকিৎসকের ভুল অপারেশনে রোগী দুলালী খাতুনের (৩২) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ডা. আনিছুর রহমান পলাতক রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. আনিছুর রহমানের নিজ চেম্বারে অপারেশন করার সময় ওই রোগীর মৃত্যু হয়। নিহত দুলালী খাতুন সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসার চর গ্রামের মৃত কিনু শেখের মেয়ে। স্বজনদের অভিযোগ, নাকের পলিপাস রোগের চিকিৎসার জন্য সকাল ১১টার দিকে দুলালীকে শহরের ইসলামিয়া কলেজ রোডস্থ সেন্টার প্যাথলজিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. আনিছুর রহমান তাকে অপারেশনের জন্য শহরের মিরপুর এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে নিতে বলেন। সেখানে অপারেশনের পর রোগীর জ্ঞান না ফেরায় চিকিৎসক নিজেই তাকে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, চিকিৎসক আনিছুর রহমানের ভুল চিকিৎসাতেই ওই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেন্টার প্যাথলজির ম্যানেজার সাহেব আলীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই চিকিৎসক আনিছুর রহমান পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি