দেশজুড়ে

নলডাঙ্গায় জেএমবি সদস্য আটক

নাটোরের নলডাঙ্গা থেকে তালিকাভুক্ত জেএমবি সদস্য হাবিবুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুচকুরি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুচকুড়ি বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় বাজারের পাশ থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়। তিনি নলডাঙ্গা থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি