দেশজুড়ে

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নওগাঁ সদর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আব্দুস সোবহান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাদোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস সোবহান একই গ্রামের আলিম উদ্দিন ইলেমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয় ঈসমাইলের সঙ্গে বিরোধ চলে আসছিল সোবহানের। এরই জেরে শুক্রবার দুপুরে বাড়ির সীমানা ভাগাভাগি নিয়ে সোবহানের সঙ্গে ঈসমাইলের কথাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঈসমাইলের ছেলে ও ভাতিজা লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা করে। এতে আব্দুস সোবহান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আব্বাস আলী/এআরএ/পিআর