নওগাঁর রাণীনগরে দুই সন্তানের জননী নিলুফা বেগম নিলির (২৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মনিরুল ইসলাম রনির স্ত্রী। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে স্বামীর পরিবার। অনেক দেন-দরবার শেষে পুলিশ ঘটনাস্থল থেকে নিলির মরদেহ উদ্ধার করেছে।স্থানীয় জানা গেছে, ধনপাড়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিক ভাবে একই গ্রামের আলেফ উদ্দিনের মেয়ে নিলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কারণে অকারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই মধ্যে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। হঠাৎ করে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন মনিরুলের পরিবার। সকালে বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে মনিরুল পালিয়ে যায়।তবে মনিরুল দাবি করেন, রাতে খাবার শেষে বিশেষ কাজে বাড়ির বাহিরে ছিলেন। পরে বাড়ি এসে দেখেন স্ত্রী ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।আব্বাস আলী/এআরএ/পিআর