চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ডিউটি অফিসারের রুমে চা পাঠাতে দেরি হওয়ায় তুহিন (২২) নামে এক চা বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।শনিবার দুপুর পৌনে ১টার দিকে শিবগঞ্জ থানা ভবন গেটের সামনে প্রকাশ্যে ওই চা বিক্রেতাকে মারধর করেন থানার এসআই রেজাউল করিম।নির্যাতনের শিকার চা বিক্রেতা তুহিন জানান, শিবগঞ্জ থানা গেটের সামনে দীর্ঘদিন ধরে তার বাবা চা-সিগারেটের দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানার এসআই রেজাউল করিম দ্রুত ৫-৭ কাপ চা ডিউটি অফিসারের রুমে দেয়ার জন্য বলেন।কিন্তু দোকানে অন্য কেউ না থাকায় তুহিন সময় মতো চা নিয়ে থানায় যেতে পারেননি। দুপুর পৌনে ১টার দিকে এসআই রেজাউল তার দোকানে উপস্থিত হয়ে সবার সামনেই বেধড়ক মারধর শুরু করেন তাকে। পরে অন্য পুলিশ সদস্যরা এসে তাকে রক্ষা করেন। আহত তুহিনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি বিকাশ কুমার ও সেলিমুজ্জামান নামের আরেক ব্যক্তি জানান, সবার সামনেই চা বিক্রেতা তুহিনকে পেটান ওই পুলিশ কর্মকর্তা।তবে অভিযোগ অস্বীকার করে এসআই রেজাউল করিম জানান, ঘটনার সময় তার কাছে একজন বিদেশি নাগরিক আসায় তিনি চায়ের অর্ডার দেন। কিন্তু দীর্ঘ সময়েও চা না আসায় তিনি তুহিনকে বকাবকি করেছেন। এ সময় তাকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বিষয়টি নিউজ করার মতো কোনো ঘটনা নয়। চা দিতে দেরি করায় এসআই রেজাউল ওই চা বিক্রেতাকে ঘাড় ধরে থানা থেকে বের করে দিয়েছেন বলে শুনেছেন তিনি।এএম/আরআইপি