ভারতের ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ছেড়েছেন বেশ কয়েক বছর হলো। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাথে আবার যুক্ত হচ্ছেন সৌরভ। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দেখা যেতে পারে গাঙ্গুলিকে।বিশ্বকাপের পর ই ভারতের বর্তমান ক্রিকেট দলের কোচ ডানকান ফ্লেচারের মেয়াদ শেষ। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার কারনে ভারতের সাবেক ক্রিকেটার হতে অন্যান্য সবাই ফ্লেচারের পারফর্মেন্সে অসন্তুষ্ট। নতুন কোচের তালিকাতে সবার ওপরে আছে বর্তমান চেন্নাই সুপার কিংসের কোচ সাবেক কিউই ক্রিকেটার স্টিফেন ফ্লেমিংয়ের নাম।ফ্লেমিং কাজ না করতে চাইলে সেক্ষেত্রে নতুন কাউকে খুজবে বিসিসিআই। সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির নাম এগিয়ে আসতেছে। বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েসশনের সাথে যুক্ত আছেন সৌরভ গাঙ্গুলি।বিসিসিআই প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া বলেন, আমরা পরবর্তী ১৫ দিনের ভেতরেই সিদ্ধান্ত নেবো। আমরা এখনই কাউকে নির্বাচন করেনি। আমরা কোচ হওয়ার জন্যে প্রতিযোগীদের নাম সংগ্রহ করছি। সবকিছু বিবেচনা করেই ঘোষণা দেয়া হবে।এমআর/আরআই